বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ হইতে বুরুঙ্গাবাসির প্রতি রামাদান আপিলের আবেদন
আস্সালামু আলাইকুম,
বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ হইতে বুরুঙ্গাবাসির প্রতি রামাদান আপিলের আবেদন।
সম্মানিত বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ও বুরুঙ্গা ইউনিয়নবাসি আসছে রামাদান মাস,রহমত, মাগফিরাত,নাজাতের মাস এই রামাদান,তাই প্রতিবারের মতো বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন আপনাদের প্রতি আবেদন জানাচ্ছে যে,আপনাদের দান ও যাকাতের একটা অংশ বুরুঙ্গা ইউনিয়নের গরীব ও অসহায় মানুষদের সেহেরি,ইফতার ও ঈদ গিফট দিয়ে আপনাদের সাহায্যের হাতকে প্রসারিত করার জন্য আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি।
নিন্মে একাউন্টন নাম্বার দেওয়া হইল:
Burunga Union foundation
Janata Bank Limited
Burunga Bazar branch/Sylhet
Bangladesh
Account Number: 0100239932023
অনুরোধে
আব্দুল আলিম
চেয়ারম্যান
আশরাফ আহমেদ কয়েস
সাধারন সম্পাদক
আবদুর রহমান কালাই
কোষাদক্ষ
বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ কে